পরিমাপ পদ্ধতি

Show Important Question


41) সবচেয়ে বৃহত্তম দৈর্ঘ্যের একক হল—
A) আলোকবর্ষ
B) অ্যাস্ট্রনমিক্যাল একক
C) পারসেক
D) কোনোটিই নয়

42) 1 পারসেক = কত?
A) 3.26 আলোকবর্ষ
B) 30.84 x 1012 কিমি
C) 4.26 আলোকবর্ষ
D) (a) ও (b) উভয়েই

43) এক লিটার হল
A) 277K বা 4°C উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন
B) 0°C উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন
C) যে কোন উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন
D) কোনোটিই নয়

44) a.m.u হল—
A) অ্যাটোমিক মিটার ইউনিট
B) অ্যাটোমিক মাস ইউনিট
C) অটোমেটিক মাস ইউনিট
D) কোনোটিই নয়

45) কোন্ পদার্থের ভর হল
A) আয়তন/ঘনত্ব
B) ঘনত্ব/আয়তন
C) আয়তন X ঘনত্ব
D) কোনোটিই নয়

46) SI পদ্ধতিতে ঘনত্বের একক হল
A) গ্রাম/ঘনসেন্টিমিটার (g/cc)
B) কিলোগ্রাম/ঘনসেন্টিমিটার (kg/cc)
C) কিলোগ্রাম/ঘনমিটার (kg/m3)
D) কোনোটিই নয়

47) C.G.S. পদ্ধতিতে ঘনত্বের একক
A) কিলোগ্রাম/ঘন সেন্টিমিটার (kg/cc)
B) গ্রাম/ঘন সেন্টিমিটার (g/cc)
C) কিলোগ্রাম/ঘন মিটার (kg/m3)
D) কোনোটিই নয়

48) C.G.S. পদ্ধতিতে ভরের একক হল—
A) গ্রাম
B) কিলোগ্রাম
C) পাউন্ড
D) কোনোটিই নয়

49) দীপন প্রাবল্যের একক হল
A) ক্যান্ডেলা
B) অ্যাম্পিয়ার
C) কুলম্ব
D) কেলভিন

50) SI পদ্ধতিতে তড়িং বিভবের একক হল
A) ভোল্ট
B) অ্যাম্পিয়ার
C) কুলম্ব
D) ওহম

51) Si পদ্ধতিতে রোধের একক হল
A) হার্জ
B) ওহম
C) ভোল্ট
D) কুলম্ব

52) SI পদ্ধতিতে কার্য ও শক্তির একক হল
A) আর্গ
B) জুল
C) ডাইন
D) নিউটন

53) 1 অ্যাস্ট্রমিক্যাল একক (AU) = কত?
A) 1.495 x 108 কিমি
B) 1.495 x 1010 কিমি
C) 1.45 x 108মিটার
D) 1.954 x 108 কিমি

54) 1 আলোকবর্ষ = কত?
A) 1.495 x 108 কিমি
B) 9.46 x 1012 কিমি
C) 106 মিটার
D) (b) ও (c) উভয়েই

55) কোন বস্তু যতটা স্থান দখল করে থাকে তার পরিমানকে বলে—
A) আয়তন
B) ভর
C) ভার
D) ঘনত্ব

56) 1 লিটার = কত?
A) 100 ঘন সেন্টিমিটার
B) 1000 ঘন সেন্টিমিটার
C) 0.001 ঘন মিটার
D) (b) ও (c) উভয়েই

57) নিম্নলিখিত রাশি গুলির মধ্যে কোনটি একক বিহীন রাশি--
A) গতিশক্তি
B) প্রতিসরাঙ্ক
C) ত্বরণ
D) আয়তন

58) নীচের কোনটি ভেক্টর রাশি নয়?
A) ত্বরণ
B) সরণ
C) ভর
D) বল

59) লব্ধ একক নীচের কোনটি?
A) দৈর্ঘ্য
B) ভর
C) সময়
D) গতিবেগ

60) কোনটি স্কেলার রাশি?
A) গতিবেগ
B) ভরবেগ
C) কার্য
D) বল